Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

ইমামু আহলিস সুন্নাহর মাযহাবে স্বাগতম!

মাযহাবের ক্রমবিকাশ

 ১

প্রথম পর্যায়

ইমাম আহমদ বিন হাম্বল দিয়ে শুরু এবং হাসান বিন হামিদ দিয়ে শেষ।
এই সময়ে আল-খাল্লাল তাঁর বিখ্যাত ইমাম আহমদের মাসাইলের সংকলন করেন।
মাযহাবের প্রথম মতন 'মুখতাসার আল-খিরাকি' রচিত হয়।

দ্বিতীয় পর্যায়

এই পর্যায়ে মাযহাবের ভিত্তিপ্রস্তর নির্মিত হয়। মাযহাবের অনেক বিখ্যাত কিতাবাদি রচিত হয় এবং মাযহাব সিরিয়া, ফিলিস্তিন, মিশরে ছড়িয়ে পড়ে।

তৃতীয় পর্যায়

এই পর্যায়ে এসে মাযহাবের মুতামাদ নির্ণয়ের কিতাবাদি রচনা করা হয়
এবং মাযহাব স্থিরতা লাভ করে।

মাযহাবের ফিকহি উৎসসমূহ

মাসালিহ

সাদ্দুয যারাই 

মাযহাবের বিখ্যাত আলিমগণ

ইমাম আহমদ ইবনে হাম্বল 


ইমাম ইবনে কুদামাহ 

ইমাম আল-মাজদ উদ্দীন ইবনে তাইমিয়্যাহ

ইমাম তাক্বিউদ্দিন আহমাদ ইবনে তাইমিয়্যাহ

ইমাম ইবনে রজব আল-হাম্বলী

ইমাম ইবনে মুফলিহ 

ইমাম আল-বুহুতি 

ইমাম আল-মারদাওয়ি

"বিদআতিদের জন্যে হাম্বলিদের মধ্যে বাস করা অনেক কঠিন।"
ইমাম ইবনে কাসির
"যদি তুমি কোন মাযহাব বাছাই করতে চাও, তাহলে ভাই আমার, ইবনে হাম্বলের মতগুলো অধিকতর সঠিক।"
ইমাম আস-সাফফারিনি
"আহমদের মাযহাবই প্রশংসনীয় মাযহাব।"...
আবু ইসমাইল আল-আনসারি